Kishore Kumar Hits

Atmahatya - Mritoder Andhokup şarkı sözleri

Sanatçı: Atmahatya

albüm: Mritoder Andhokup


ভয় হয়
ভয় হয়
ভয় হয়
ভয় হয়
কোনো অশান্ত সময়ে
এক যুদ্ধের শেষে
মৃত ভোজীদের জঠরে
স্বাধীনতা কেঁদে ওঠে

বিষেরই জ্বালা যে জুড়ায় খিদে
মুর্শিদাবাদ যে জ্বলে
স্ফুলিঙ্গ সেদিন শহীদ হয় তাই
সিরাজেরই মস্তিস্কে
বোঝাতে চেয়েছে স্বাধীন মন্ত্র
বোঝাতে চেয়েছে রাগ
দিনেরই শেষে তাই অমানবিক
অন্ধ্কূপ হত্যাই

মৃত্যুর নীল চোখের মণিতে
সিরাজ আজও হাসে
তাঁর খঞ্জরের হাতছানিতে
অন্তরাত্মা কাঁপে
আতঙ্কের অগ্নিবৃষ্টিতে
অপমান ডুবে মরে
মনে আসে আত্মহত্যা
প্রতি আজানের সুরে

মীরেরই বিশ্বাসঘাতকতায়
পলাশীর প্রান্তর কাঁদে
সেদিন যে বাংলার হয় সর্বনাশ
নবাবের অন্তরালে
বণিকেরই সেই মানদন্ড
আগামী গোধূলিতে
আঘাত হানলো বাংলার শিরে
রাজদন্ড হয়ে

মৃত্যুর নীল চোখের মণিতে
সিরাজ আজও হাসে
তাঁর খঞ্জরের হাতছানিতে
অন্তরাত্মা কাঁপে
আতঙ্কের অগ্নিবৃষ্টিতে
অপমান ডুবে মরে
মনে আসে আত্মহত্যা
প্রতি আজানের সুরে

মীরেরই বিশ্বাসঘাতকতায়
পলাশীর প্রান্তর কাঁদে
সেদিন যে বাংলার হয় সর্বনাশ
নবাবের অন্তরালে
বণিকেরই সেই মানদন্ড
আগামী গোধূলিতে
আঘাত হানলো বাংলার শিরে
রাজদন্ড হয়ে
ভয় হয়
ভয় হয়
ভয় হয়
Fuck!

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar