কেন হাটছি অবেলায় এই ফুটপাত করে সংি কেন রাখছি এদুচোখ ধুশর জানালায় কেন আসছে আধার নেমে এই জলসানো পোরা চোখে কেন তবু খুজছি তোকে পুরনো কবিতায় তুই হারিয়ে গেছিস আগেই অনেক দুরের তারায় হয়ত আছিস সুখের ঠিকানায় আমি এখনো আছি বেচে ব্যাথার স্মৃতি নিয়ে গল্প লিখছি গল্পের ভাবনায় ফিরবেনা ফিরবেনা ফিরবেনা এই বুকে জানি ফিরবেনা ফিরবেনা ফিরবেনা এই বুকে এই চলতি পথের বাকে যদি হঠাত কান্না আসে হাত বারিয়ে খুজব না তোমাকে যখন মিষ্টি সকাল রোদে এই স্বপ্ন চোখে নামে তখন তাকিয়ে থাকব রোদেলা আকাশে খুব থাকতে ইচ্ছে করে তোর পাশে একটু বসে খুব ডাকতে ইচ্ছে করে তোর নাম ধরে খুব ছুতে ইচ্ছে করে একটু আলতো করে খুব হাটতে ইচ্ছে করে তোর হাত ধরে ফিরবেনা ফিরবেনা ফিরবেনা এই বুকে জানি ফিরবেনা ফিরবেনা ফিরবেনা এই বুকে কেন হাটছি অবেলায় এই ফুটপাত করে সংি কেন রাখছি এদুচোখ ধুশর জানালায় কেন আসছে আধার নেমে এই জলসানো পোরা চোখে কেন তবু খুজছি তোকে পুরনো কবিতায় তুই হারিয়ে গেছিস আগেই অনেক দুরের তারায় হয়ত আছিস সুখের ঠিকানায় আমি এখনো আছি বেচে ব্যাথার স্মৃতি নিয়ে গল্প লিখছি গল্পের ভাবনায় ফিরবেনা ফিরবেনা ফিরবেনা এই বুকে জানি ফিরবেনা ফিরবেনা ফিরবেনা এই বুকে ফিরবেনা ফিরবেনা ফিরবেনা এই বুকে জানি ফিরবেনা ফিরবেনা ফিরবেনা এই বুকে