শ্রাবণ রাতি বাদল নামে কোথা তুমি এসো ফিরে এসো ফিরে, এসো- শ্রাবণ রাতি বাদল নামে কেতকী ঝরে পথের 'পরে কেতকী ঝরে পথের 'পরে বাঁধন ছিঁড়ে কোথা তুমি এসো ফিরে এসো ফিরে, এসো- শ্রাবণ রাতি বাদল নামে বেতস বনে বাতাস কাঁদে বেতস বনে বাতাস কাঁদে সে শুধু সুরে বেদন সাধে অকূল আঁধার জাগিছে মম পরাণ ঘিরে কোথা তুমি এসো ফিরে এসো ফিরে, এসো- শ্রাবণ রাতি বাদল নামে ♪ হে মেঘ, জানো কি তুমি প্রিয়া কোথায় আছে হে মেঘ, জানো কি তুমি প্রিয়া কোথায় আছে বিরহ ব্যথা কহিব বলো কাহার কাছে কোথায় আছে হে মেঘ বোঝে না সে কি কেন যে কাঁদি বোঝে না সে কি- ♪ বোঝে না সে কি কেন যে কাঁদি মালায় বলো কাহারে বাঁধি- মরমে জ্বালা প্রদীপখানি নিভিল ধীরে কোথা তুমি এসো ফিরে এসো ফিরে, এসো- শ্রাবণ রাতি- শ্রাবণ রাতি- শ্রাবণ রাতি-