Akhil Bandhu Ghosh - Hey Madhab şarkı sözleri
Sanatçı:
Akhil Bandhu Ghosh
albüm: Nazrul Geeti By Akhil Bandhu Ghosh
হে মাধব, হে মাধব, হে মাধব
তোমারেই প্রাণের বেদনা কব, তোমারি শরণ লব
হে মাধব, হে মাধব, হে মাধব
সুখের সাগরে লহরি সমান
সুখের সাগরে লহরি সমান
হিল্লোলি উঠে যেন তব নাম গান
সুখের সাগরে লহরি সমান
মাধব, হে মাধব, মাধব, মাধব
সুখের সাগরে লহরি সমান
হিল্লোলি উঠে যেন তব নাম গান
দুঃখে শোকে কাঁদে যবে প্রাণ
দুঃখে শোকে কাঁদে যবে প্রাণ
যেন নাম না ভুলি তব
হে মাধব, হে মাধব, হে মাধব
তুমি ছাড়া বিশ্বে কাহারও কাছে
এ প্রাণ যেন কিছু নাহি যাচে
তুমি ছাড়া বিশ্বে কাহারও কাছে
এ প্রাণ যেন কিছু নাহি যাচে
যেন তোমার অধিক কেহ প্রিয় নাহি হয়
যেন তোমার অধিক কেহ প্রিয় নাহি হয়
বিশ্বভুবন যেন হেরি তুমি-ময়
যেন তোমার অধিক কেহ প্রিয় নাহি হয়
বিশ্বভুবন যেন হেরি তুমি-ময়
কলঙ্ক-লাঞ্ছনা শত বাধা ভয়
কলঙ্ক-লাঞ্ছনা শত বাধা ভয়
তব প্রেমে সকলি স'ব
হে মাধব, হে মাধব, হে মাধব
তোমারেই প্রাণের বেদনা কব, তোমারি শরণ লব
হে মাধব, হে মাধব, হে মাধব
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri