Susmita Patra - Sakhi Bohe Gelo Bela şarkı sözleri
Sanatçı:
Susmita Patra
albüm: Ganthi Sahanay Bani
সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা
এ কি আর ভালো লাগে
সখী, বহে গেল বেলা
আকুল তিয়াষ, প্রেমের পিয়াস
প্রাণে কেন নাহি জাগে
সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা
এ কি আর ভালো লাগে
সখী, বহে গেল বেলা
♪
কবে আর হবে থাকিতে জীবন
আঁখিতে আঁখিতে মদির মিলন
কবে আর হবে থাকিতে জীবন
আঁখিতে আঁখিতে মদির মিলন
মধুর হুতাশে মধুর দহন
নিত নব অনুরাগে
সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা
এ কি আর ভালো লাগে
সখী, বহে গেল বেলা
♪
তরল কোমল নয়নের জল
নয়নে উঠিবে ভাসি
সখী, সে বিষাদনীরে
নিবে যাবে ধীরে, প্রখর চপল হাসি
সখী, তরল কোমল নয়নের জল
উদার নিশ্বাস আকুলি উঠিবে
আশা-নিরাশায় পরান টুটিবে
উদার নিশ্বাস আকুলি উঠিবে
আশা-নিরাশায় পরান টুটিবে
মরমের আলো কপোলে ফুটিবে
শরম-অরুণরাগে
সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা
এ কি আর ভালো লাগে
সখী, বহে গেল বেলা
আকুল তিয়াষ, প্রেমের পিয়াস
প্রাণে কেন নাহি জাগে
সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা
এ কি আর ভালো লাগে
সখী, বহে গেল বেলা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri