আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন- আমার ব্যথার পূজা হয় নি সমাপন আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন- ♪ যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে যখন বেলা-শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায়-মাঝে সন্ধ্যাপূজার ঘণ্টা যখন বাজে তখন আপন শেষ শিখাটি জ্বালবে এ জীবন- আমার ব্যথার পূজা হবে সমাপন আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন- ♪ অনেক দিনের অনেক কথা ব্যাকুলতা, বাঁধা বেদন-ডোরে মনের মাঝে উঠেছে আজ ভ'রে অনেক দিনের অনেক কথা ব্যাকুলতা, বাঁধা বেদন-ডোরে মনের মাঝে উঠেছে আজ ভ'রে যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা যখন পূজার হোমানলে উঠবে জ্বলে একে একে তারা আকাশ-পানে ছুটবে বাঁধন-হারা অস্তরবির ছবির সাথে মিলবে আয়োজন- আমার ব্যথার পূজা হবে সমাপন আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন- আমার ব্যথার পূজা হয় নি সমাপন আমার সকল দুখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করব নিবেদন-