Susmita Patra - Bedonay Bhore Giyechhe Peyala şarkı sözleri
Sanatçı:
Susmita Patra
albüm: Tomari Nam Bolbo
বেদনায়
বেদনায় ভরে গিয়েছে পেয়ালা
নিয়ো হে নিয়ো
বেদনায়
হৃদয় বিদারি
হৃদয় বিদারি হয়ে গেল ঢালা
পিয়ো হে পিয়ো
বেদনায়
বেদনায় ভরে গিয়েছে পেয়ালা
♪
ভরা সে পাত্র, তারে বুকে করে
বেড়ানু বহিয়া সারা রাতি ধরে
ভরা সে পাত্র, তারে বুকে করে
বেড়ানু বহিয়া সারা রাতি ধরে
লও তুলে লও আজি নিশিভোরে প্রিয় হে প্রিয়
বেদনায়
বেদনায় ভরে গিয়েছে পেয়ালা
♪
বাসনার রঙে লহরে লহরে রঙিন হল
করুণ তোমার অরুণ অধরে তোলো হে তোলো
বাসনার রঙে লহরে লহরে রঙিন হল
করুণ তোমার অরুণ অধরে তোলো হে তোলো
এ রসে মিশাক তব নিশ্বাস
নবীন ঊষার পুষ্পসুবাস
এ রসে মিশাক তব নিশ্বাস
নবীন ঊষার পুষ্পসুবাস
এরই 'পরে তব আঁখির আভাস দিয়ো হে দিয়ো
বেদনায়
বেদনায় ভরে গিয়েছে পেয়ালা
নিয়ো হে নিয়ো
বেদনায়
হৃদয় বিদারি
হৃদয় বিদারি হয়ে গেল ঢালা
পিয়ো হে পিয়ো
বেদনায়
বেদনায় ভরে গিয়েছে পেয়ালা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri