Kishore Kumar Hits

Indranil Sen, Srikanto Acharya, Indrani Sen & Arundhuti Holme-Choudhury - Bhalobeshay jodi shukh nahi şarkı sözleri

Sanatçı: Indranil Sen, Srikanto Acharya, Indrani Sen & Arundhuti Holme-Choudhury

albüm: Duets


ভালোবেসে যদি সুখ নাহি
তবে কেন
তবে কেন মিছে ভালোবাসা
ভালোবেসে যদি সুখ নাহি
মন দিয়ে মন পেতে চাহি
মন দিয়ে মন পেতে চাহি
ওগো কেন
ওগো কেন মিছে এ দুরাশা
ভালোবেসে যদি সুখ নাহি
তবে কেন
তবে কেন মিছে ভালোবাসা
ভালোবেসে যদি সুখ নাহি

হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা
নয়নে সাজায়ে মায়া-মরীচিকা
শুধু ঘুরে মরি মরুভূমে
শুধু ঘুরে মরি মরুভূমে
ওগো কেন
ওগো কেন মিছে এ পিপাসা
ভালোবেসে যদি সুখ নাহি
তবে কেন
তবে কেন মিছে ভালোবাসা
ভালোবেসে যদি সুখ নাহি

আপনি যে আছে আপনার কাছে
নিখিল জগতে কী অভাব আছে
আপনি যে আছে আপনার কাছে
নিখিল জগতে কী অভাব আছে
আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ
কোকিল-কূজিত কুঞ্জ
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়
এ কী ঘোর প্রেম অন্ধ রাহুপ্রায়
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়
এ কী ঘোর প্রেম অন্ধ রাহুপ্রায়
জীবন যৌবন গ্রাসে
তবে কেন
তবে কেন মিছে এ কুয়াশা
ভালোবেসে যদি সুখ নাহি
তবে কেন
তবে কেন মিছে ভালোবাসা
ভালোবেসে যদি সুখ নাহি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar