Kishore Kumar Hits

Indranil Sen, Srikanto Acharya, Indrani Sen & Arundhuti Holme-Choudhury - Esho nipo bonay chhayabithi talay şarkı sözleri

Sanatçı: Indranil Sen, Srikanto Acharya, Indrani Sen & Arundhuti Holme-Choudhury

albüm: Duets


এসো নীপবনে ছায়াবীথিতলে
এসো করো স্নান নবধারাজলে
এসো নীপবনে ছায়াবীথিতলে
এসো করো স্নান নবধারাজলে
এসো নীপবনে ছায়াবীথিতলে

দাও আকুলিয়া ঘন কালো কেশ
পরো দেহ ঘেরি মেঘনীল বেশ
দাও আকুলিয়া ঘন কালো কেশ
পরো দেহ ঘেরি মেঘনীল বেশ
কাজলনয়নে যূথীমালা গলে
এসো নীপবনে ছায়াবীথিতলে
এসো করো স্নান নবধারাজলে
এসো নীপবনে ছায়াবীথিতলে

আজি ক্ষণে ক্ষণে হাসিখানি, সখী
অধরে নয়নে উঠুক চমকি
আজি ক্ষণে ক্ষণে হাসিখানি, সখী
অধরে নয়নে উঠুক চমকি
আজি ক্ষণে ক্ষণে
মল্লারগানে তব মধুস্বরে
দিক বাণী আনি বনমর্মরে
মল্লারগনে তব মধুস্বরে
দিক বাণী আনি বনমর্মরে
ঘনবরিষনে জলকলকলে
এসো নীপবনে ছায়াবীথিতলে
এসো করো স্নান নবধারাজলে
এসো নীপবনে ছায়াবীথিতলে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar