মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
মম অন্তর কম্পিত আজি
নিখিলের হৃদয়স্পন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুর বাজি
♪
আসে কোন তরুণ অশান্ত
উড়ে বসনাঞ্চলপ্রান্ত
আসে কোন তরুণ অশান্ত
উড়ে বসনাঞ্চলপ্রান্ত
আলোকের নৃত্যে বনান্তে
মুখরিত অধীর আনন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুর বাজি
♪
অম্বরপ্রাঙ্গনমাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে
অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে
অম্বরপ্রাঙ্গনমাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে
অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে
কার পদপরশন-আশা
তৃণে তৃণে অর্পিল ভাষা
কার পদপরশন-আশা
তৃণে তৃণে অর্পিল ভাষা
সমীরণ বন্ধনহারা উন্মন কোন বনগন্ধে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
মম অন্তর কম্পিত আজি
নিখিলের হৃদয়স্পন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
কোন নব চঞ্চল ছন্দে
মোর বীণা ওঠে কোন সুরে বাজি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri