কবে তুমি আসবে বলে রইব না বসে, আমি চলব আমি চলব বাহিরে শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে আর সময় নাহি রে আর সময় নাহি রে কবে তুমি আসবে বলে ♪ বাতাস দিল দোল, দিল দোল ও তুই ঘাটের বাঁধন খোল, ও তুই খোল মাঝ-নদীতে ভাসিয়ে দিয়ে তরী বাহি রে আর সময় নাহি রে আর সময় নাহি রে কবে তুমি আসবে বলে ♪ আজ শুক্লা একাদশী, হেরো নিদ্রাহারা শশী ওই স্বপ্নপারাবারের খেয়া একলা চালায় বসি ও সে একলা চালায় বসি তোর পথ জানা নাই, নাইবা জানা নাই ও তোর নাই মানা নাই, মনের মানা নাই সবার সাথে চলবি রাতে সামনে চাহি রে আর সময় নাহি রে আর সময় নাহি রে কবে তুমি আসবে বলে রইব না বসে, আমি চলব আমি চলব বাহিরে শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে আর সময় নাহি রে আর সময় নাহি রে কবে তুমি আসবে বলে