Kishore Kumar Hits

Banasree Sengupta - Dusmash Dusdin Garbhe Dhara şarkı sözleri

Sanatçı: Banasree Sengupta

albüm: Smriti Patai Banasree


দশ মাস দশ দিন গর্ভে ধরা
তার পরে তিলে তিলে পালন করা
দশ মাস দশ দিন গর্ভে ধরা
তার পরে তিলে তিলে পালন করা
সেই খোকা ধীরে ধীরে বড় হয়ে যায়
নাড়ি-ছেঁড়া ধন ওগো পর হয়ে যায়
সেই খোকা ধীরে ধীরে বড় হয়ে যায়
নাড়ি-ছেঁড়া ধন ওগো পর হয়ে যায়
দশ মাস দশ দিন গর্ভে ধরা
তার পরে তিলে তিলে পালন করা

পৃথিবীর আলো দেখলি যারই কোলে
কিভাবে যে গেলি ওরে তাকে ভুলে
পৃথিবীর আলো দেখলি যারই কোলে
কিভাবে যে গেলি ওরে তাকে ভুলে
কখনো কি এ বাঁধন ছিঁড়ে ফেলা যায়
ভুলে যাবো বললেই মাকে ভোলা যায়
কখনো কি এ বাঁধন ছিঁড়ে ফেলা যায়
ভুলে যাবো বললেই মাকে ভোলা যায়
দশ মাস দশ দিন গর্ভে ধরা
তার পরে তিলে তিলে পালন করা

সংসার গড়েছিস নতুন করে
তোকে যে গড়েছে ওরে কষ্ট করে
সংসার গড়েছিস নতুন করে
তোকে যে গড়েছে ওরে কষ্ট করে
কখনো কি সেই মাকে মনে পড়ে না
হারানো সে দিনগুলি মনে পড়ে না
কখনো কি সেই মাকে মনে পড়ে না
হারানো সে দিনগুলি মনে পড়ে না
দশ মাস দশ দিন গর্ভে ধরা
তার পরে তিলে তিলে পালন করা
দশ মাস দশ দিন গর্ভে ধরা
তার পরে তিলে তিলে পালন করা
সেই খোকা ধীরে ধীরে বড় হয়ে যায়
নাড়ি-ছেঁড়া ধন ওগো পর হয়ে যায়
সেই খোকা ধীরে ধীরে বড় হয়ে যায়
নাড়ি-ছেঁড়া ধন ওগো পর হয়ে যায়
দশ মাস দশ দিন গর্ভে ধরা
তারপরে তিলে তিলে পালন করা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar