Kishore Kumar Hits

Gita Ghatak - Aji Je Rajani Jai şarkı sözleri

Sanatçı: Gita Ghatak

albüm: Songs Of Rabindranath


আজি যে রজনী যায়
ফিরাইব তায় কেমনে
আজি যে রজনী যায়
নয়নের জল ঝরিছে বিফল নয়নে
আজি যে রজনী যায়
এ বেশভূষণ লহো সখী, লহো
এ কুসুমমালা হয়েছে অসহ
এমন যামিনী কাটিল বিরহশয়নে
আজি যে রজনী যায়
বৃথা অভিসারে এ যমুনাপারে এসেছি
আমি বৃথা অভিসারে এ যমুনাপারে এসেছি
বহি বৃথা মন-আশা এত ভালোবাসা বেসেছি
শেষে নিশিশেষে বদন মলিন
ক্লান্তচরণ, মন উদাসীন
ফিরিয়া চলেছি কোন্ সুখহীন ভবনে
আজি যে রজনী যায়
ভোলা ভালো তবে, কাঁদিয়া কী হবে মিছে আর
ওগো ভোলা ভালো তবে, কাঁদিয়া কী হবে মিছে আর
যদি যেতে হল হায় প্রাণ কেন চায় পিছে আর
কুঞ্জদুয়ারে অবোধের মতো রজনীপ্রভাতে বসে রব কত
এবারের মতো বসন্ত গত জীবনে
আজি যে রজনী যায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar