Gita Ghatak - Gaye Amar Pulak Lagey şarkı sözleri
Sanatçı:
Gita Ghatak
albüm: Prabhu Toma Laagi
গায়ে আমার পুলক লাগে
চোখে ঘনায় ঘোর
গায়ে আমার পুলক লাগে
চোখে ঘনায় ঘোর
হৃদয়ে মোর কে বেঁধেছে
রাঙা রাখীর ডোর
গায়ে আমার পুলক লাগে
চোখে ঘনায় ঘোর
♪
আজিকে এই আকাশতলে
জলে স্থলে ফুলে ফলে
আজিকে এই আকাশতলে
জলে স্থলে ফুলে ফলে
কেমন করে মনোহরণ
ছড়ালে মন মোর
গায়ে আমার পুলক লাগে
চোখে ঘনায় ঘোর
গায়ে আমার পুলক লাগে
চোখে ঘনায় ঘোর
♪
কেমন খেলা হল আমার
আজি তোমার সনে
পেয়েছি কি খুঁজে বেড়াই
ভেবে না পাই মনে
কেমন খেলা হল আমার
আজি তোমার সনে
পেয়েছি কি খুঁজে বেড়াই
ভেবে না পাই মনে
আনন্দ আজ কিসের ছলে
কাঁদিতে চায় নয়নজলে
আনন্দ আজ কিসের ছলে
কাঁদিতে চায় নয়নজলে
বিরহ আজ মধুর হয়ে
করেছে প্রাণ ভোর
গায়ে আমার পুলক লাগে
চোখে ঘনায় ঘোর
গায়ে আমার পুলক লাগে
চোখে ঘনায় ঘোর
হৃদয়ে মোর কে বেঁধেছে
রাঙা রাখীর ডোর
গায়ে আমার পুলক লাগে
চোখে ঘনায় ঘোর
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri