Gita Ghatak - Na Chahiley Jarey şarkı sözleri
Sanatçı:
Gita Ghatak
albüm: Tomar Sur Sunaye
না চাহিলে যারে পাওয়া যায়
না চাহিলে যারে পাওয়া যায়
তেয়াগিলে আসে হাতে
দিবসে সে ধন হারায়েছি
আমি পেয়েছি আঁধার রাতে
না চাহিলে যারে পাওয়া যায়
♪
না দেখিবে তারে, পরশিবে না গো
না দেখিবে তারে, পরশিবে না গো
তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো, জাগো, জাগো
তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো, জাগো, জাগো
তারায় তারায় রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে
তারায় তারায় রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে
না চাহিলে যারে পাওয়া যায়
♪
তারি লাগি যত ফেলেছি অশ্রুজল
বীণাবাদিনীর শতদল দলে করিছে সে টলমল
তারি লাগি যত ফেলেছি অশ্রুজল
বীণাবাদিনীর শতদল দলে করিছে সে টলমল
মোর গানে গানে
মোর গানে গানে
পলকে পলকে ঝলসি উঠিছে ঝলকে ঝলকে
শান্ত হাসির করুণ আলোকে ভাতিছে নয়নপাতে
না চাহিলে যারে পাওয়া যায়
না চাহিলে যারে পাওয়া যায়
তেয়াগিলে আসে হাতে
দিবসে সে ধন হারায়েছি
আমি পেয়েছি আঁধার রাতে
না চাহিলে যারে পাওয়া যায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri