Kishore Kumar Hits

Gita Ghatak - Anya Juger Sakha şarkı sözleri

Sanatçı: Gita Ghatak

albüm: Tumi Ami


ওগো তরুণী
ছিল অনেক দিনের পুরানো বছরের
এমনি একখানি নতুন কাল
দক্ষিণ হাওয়ায় দোলায়িত
সেই কালেরই আমি
মুছে আসা ঝাপসা পথ বেয়ে
এসে পড়েছি বনগন্ধের সংকেতে
তোমাদের এই আজকে দিনের নতুন কালে
পারো যদি মেনে নিয়ো আমায় সখা বলে
আর কিছু নয়, আমি গান জোগাতে পারি
তোমাদের মিলনরাতে
আমার সেই নিদ্রাহারা সুদূর রাতের গান
তার সুরে পাবে দুরের নতুনকে
তোমার লাগবে ভালো
পাবে আপনাকেই
আপনার সীমানার অতীত পারে
সেদিনকার বসন্তের বাঁশিতে
লেগেছিল যে প্রিয়বন্দনার তান
আজ সঙ্গে এনেছি তাই
সে নিয়ো তোমার অর্ধনিমীলিত চোখের পাতায়
তোমার দীর্ঘনিশ্বাসে
আমার বিস্মৃত বেদনার আভাসটুকু
ঝরা ফুলের মৃদু গন্ধের মতো
রেখে দিয়ে যাব তোমার নববসন্তের হাওয়ায়
সেদিনকার ব্যথা
অকারণে বাজবে তোমার বুকে
মনে বুঝবে, সেদিন তুমি ছিলে না তবু ছিলে
নিখিল যৌবনের রঙ্গভূমির নেপথ্যে
যবনিকার ও পারে
ওগো চিরন্তনী
আজ আমার বাঁশি তোমাকে বলতে এল
যখন তুমি থাকবে না তখনো তুমি থাকবে আমার গানে
ডাকতে এলেম আমার হারিয়ে যাওয়া পুরোনোকে
তার খুঁজে পাওয়া নতুন নামে
হে তরুণী
আমাকে মেনে নিয়ো তোমার সখা বলে
তোমার অন্যযুগের সখা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar