Kishore Kumar Hits

Gita Ghatak - Nababesh şarkı sözleri

Sanatçı: Gita Ghatak

albüm: Tumi Ami


একি তুমি মোর সভাতে
হাতে ছিল তব বাঁশি
অধরে অবাক হাঁসি
সেদিন ফাগুন মেতে উঠেছিলো
মদবেও ভালো সোভাতে
সেকি তুমি
ও গো তুমি এসেছিলে
সেদিন নবীন প্রভাতে
নবযৌবন সভাতে
সেদিন আমার যত কাজ ছিল
সব কাজই তুমি ভুলালে
খেলিলে সে কোন খেলা
কোথা কেটে গেলো বেলা
ঢেউ দিয়ে দিয়ে
হৃদয়ে আমার রক্তকমল দুলালে
পুলকিত মোর পরানে তোমার
বিলোল নয়ন বুলালে
সব কাজ মোর ভুলালে
তার পরে হায় জানিনে কখন
ঘুম এলো মোর নয়নে
উঠিনু যখন জেগেই
ঢেকেছে গগন মেঘেই
তরুতালে আছি একলা পড়িয়া
দলিত পত্র স্বয়নে
তোমাতে আমাতে রতছিনু যাবে
কাননে কুসুমও চয়নে
ঘুম এলো মোর নয়নে
সেদিনের সভা ভেঙ্গে গেছে সব
আজ এই ঝড়ো ঝড়ো বাদরে
পথে লোক নাহি আর রুদ্ধ করেছি দাড়
এক আছে প্রাণ ভূতলো শয়ান
আজিকার ভরা ভাদরে
তুমি কি দুয়ারে আঘাত করিলে
তোমারি লবকি আদরে
আজ এই ঝড়ো ঝড়ো বাদরে
তুমি যে এসছো ভস্মমলিন
তাপসুমোরতি ধরিয়া
স্তিমিত নয়ন তারা
ঝলিছে অনল পারা
শিক্ত তোমার জোটাজুটো হতে
শলীল পরিছে ঝরিয়া
বাহির হইতে ঝড়ের আঁধার
আনিয়াছো সাথে করিয়া
তাপসুমোরতি ধরিয়া
নমিহে ভীষণ মৌন রিক্ত
এসো মোর ভাঙালয়ে
ললাটে তিলক রেখা
যেনো সে বনিহী লেখা
হস্তে তোমার লৌহ দন্ড
বাজিছে লৌহ বলয়ে
শূন্য ফিরিয়া জেও না অতিথি
সব ধন মোর না লয়ে
এসো এসো ভঙ্গালয়ে
এসো এসো মোর ভাঙালয়ে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar