Kishore Kumar Hits

Agnibha Bandyopadhyay - Uriye Dhowja Abhrobhedi Rothe şarkı sözleri

Sanatçı: Agnibha Bandyopadhyay

albüm: Uriye Dhowja Abhrobhedi Rothe


উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে
ওই যে তিনি
ওই যে তিনি, ওই যে বাহির পথে
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে

আয় রে ছুটে, টানতে হবে রশি
ঘরের কোণে রইলি কোথায় বসি
আয় রে ছুটে, টানতে হবে রশি
ঘরের কোণে রইলি কোথায় বসি
ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে
ঠাঁই করে তুই নে রে কোনোমতে
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে

কোথায় কী তোর আছে ঘরের কাজ
সে-সব কথা ভুলতে হবে আজ
কোথায় কী তোর আছে ঘরের কাজ
সে-সব কথা ভুলতে হবে আজ
টান রে দিয়ে সকল চিত্তকায়া
টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া
টান রে দিয়ে সকল চিত্তকায়া
টান রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া
চল রে টেনে আলোয় অন্ধকারে
নগর গ্রামে অরণ্যে পর্বতে
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে

ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি
বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি
ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি
বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি
রক্তে তোমার দুলছে না কি প্রাণ
গাইছে না মন মরণজয়ী গান?
রক্তে তোমার দুলছে না কি প্রাণ
গাইছে না মন মরণজয়ী গান?
আকাঙ্ক্ষা তোর বন্যাবেগের মতো
ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে
ওই যে তিনি
ওই যে তিনি, ওই যে বাহির পথে
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar