Kishore Kumar Hits

Agnibha Bandyopadhyay - Ei To Bhalo Legechhilo şarkı sözleri

Sanatçı: Agnibha Bandyopadhyay

albüm: Ei To Bhalo Legechhilo


এই তো ভালো লেগেছিল
আলোর নাচন পাতায় পাতায়
এই তো
শালের বনে খ্যাপা হাওয়া
এই তো আমার মনকে মাতায়
এই তো
রাঙা মাটির রাস্তা বেয়ে
হাটের পথিক চলে ধেয়ে
ছোটো মেয়ে ধুলায় বসে
খেলার ডালি একলা সাজায়-
সামনে চেয়ে এই যা দেখি
চোখে আমার বীণা বাজায়
এই তো
আমার এ যে বাঁশের বাঁশি
মাঠের সুরে আমার সাধন
আমার মনকে বেঁধেছে রে
এই ধরণীর মাটির বাঁধন
আমার-
নীল আকাশের আলোর ধারা
পান করেছে নতুন যারা
সেই ছেলেদের চোখের চাওয়া
নিয়েছি, নিয়েছি মোর দু চোখ পুরে-
আমার বীণায় সুর বেঁধেছি
ওদের কচি গলার সুরে
এই তো
দূরে যাবার খেয়াল হলে
সবাই মোরে ঘিরে থামায়-
গাঁয়ের আকাশ
সজনে ফুলের হাতছানিতে ডাকে আমায়
ফুরায় নি
ফুরায় নি, ভাই, কাছের সুধা
নাই যে রে তাই দূরের ক্ষুধা-
এই-যে এ-সব ছোটোখাটো
পাই নি এদের কূলকিনারা
তুচ্ছ দিনের গানের পালা
আজও আমার হয় নি সারা
এই তো
লাগল ভালো, মন ভোলালো
এই কথাটাই গেয়ে বেড়াই-
লাগল ভালো
দিনে রাতে সময় কোথা
কাজের কথা তাই তো এড়াই
লাগল ভালো
মজেছে মন, মজল আঁখি-
মিথ্যে আমায় ডাকাডাকি-
ওদের আছে অনেক আশা
ওরা করুক অনেক জড়ো-
আমি কেবল গেয়ে বেড়াই
চাই নে হতে আরো বড়ো
এই তো

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar