Kishore Kumar Hits

Agnibha Bandyopadhyay - Mamo Dukhher Sadhon şarkı sözleri

Sanatçı: Agnibha Bandyopadhyay

albüm: Mamo Dukhher Sadhon


মম দুঃখের সাধন
যবে করিনু নিবেদন
তব চরণতলে
শুভলগন গেল চলে
প্রেমের অভিষেক কেন হল না
তব নয়নজলে
মম দুঃখের সাধন

রসের ধারা নামিল না
বিরহে তাপের দিনে
রসের ধারা নামিল না
বিরহে তাপের দিনে
ফুল গেল শুকায়ে
মালা পরানো হল না তব গলে
মম দুঃখের সাধন

মনে হয়েছিল দেখেছিনু করুণা
তব আঁখিনিমেষে গেল সে ভেসে
মনে হয়েছিল দেখেছিনু করুণা
তব আঁখিনিমেষে গেল সে ভেসে
যদি দিতে বেদনার দান
আপনি পেতে তারে ফিরে অমৃতফলে
মম দুঃখের সাধন
যবে করিনু নিবেদন
তব চরণতলে
শুভলগন গেল চলে
প্রেমের অভিষেক কেন হল না
তব নয়নজলে
মম দুঃখের সাধন

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar