Kishore Kumar Hits

Bratati Bandyopadhyay - Anadi Ananto Path şarkı sözleri

Sanatçı: Bratati Bandyopadhyay

albüm: Muktomoti


অনাদি অনন্ত পথ
আমাদের অস্তিত্বের অজর সোপান
অফুরান বিবর্তনে ঋদ্ধ পৃথিবীর সেরা জীব
বিস্ময় মানুষ সূচনায় খুঁজে পায় চিরন্তন সখা
পথ শুরুতে যে পৌঁছে দেয় তাকে
সমষ্টির ভিতে গড়া সক্রিয় সমাজে
সেই থেকে নিরন্তরভাবে তাকে বাদ দিয়ে
কারো কোনো কাজ চলে না
যুগ থেকে যুগ পায়ের তলায়
সে থাকেই ঠায় নিরাভিমান
কারণ সে জানে নিশ্চিতে
আগামীর দায়িত্বের ভার নিয়ে
মানুষকে পৌঁছে দিতে হবে
ক্রমে ধাপ থেকে ধাপে
এক প্রজন্মের শেষে
আরেক প্রজন্মের ডোরে
যাতে সৃষ্টি থাকে বেঁচে
কারো কাছে কোনোদিন বিন্দুমাত্র দাবি নেই তার
সেবার শাশ্বত মন্ত্রে নিয়ে অঙ্গীকার
সে থাকে অমর অবিচল
কারণ পথ বন্ধ হয়ে গেলে
আমাদের কোনোভাবে আর কোনো অস্তিত্বই থাকে না

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar