Kishore Kumar Hits

Bratati Bandyopadhyay - Akash Batas Tomar Aamar şarkı sözleri

Sanatçı: Bratati Bandyopadhyay

albüm: Amar Mita, Vol. 02


আকাশ-বাতাস তোমার-আমার বন্ধুজন
তোমার সাথে থাকবো মিশে
এই মাটিতে অনেকক্ষণ
আকাশ-বাতাস তোমার-আমার বন্ধুজন
তোমার সাথে সুখে দুখে
কাটবে বেলা হাসিমুখে
ধানসিঁড়িটির পাশে বসে
থাকবো তোমার পথ চেয়ে
দিনের শেষে ক্লান্ত দেহে
ফিরলে পাবো শুভক্ষণ
আকাশ-বাতাস তোমার-আমার বন্ধুজন
আকাশ, বাতাস, জল ও আলো
তোমায় ঘিরে থাকুক ভালো
তোমার সাথে ফুল ফোটাবো
মাখবো চাপা গোলাপ আতর
বসন্তে রোদ উঠবে হেসে
বর্ষাতে মেঘ আসবে ভেসে
তুলবো ফসল মনের ঘরে
আমন আউশ আঁচল ভরে
তোমার সাথে কান্না-হাসি
খেলবো আমি সারাক্ষণ
আকাশ-বাতাস তোমার-আমার বন্ধুজন

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar