Kishore Kumar Hits

Bratati Bandyopadhyay - Akash Jure Sobi Valobasar Chobi şarkı sözleri

Sanatçı: Bratati Bandyopadhyay

albüm: Amar Mita, Vol. 02


আকাশ জুড়ে সবই ভালোবাসার ছবি
পৃথিবী-মায়ের দিকে ফিরি
পৃথিবীর প্রেমরসে ডুবি
মন চায় পেতে যারে
থাকে কেন দূরে সরে
মন চায় পেতে যারে
থাকে সে তো দূরে দূরে
কবে হবে মিলনের সেই কাছে পাওয়া
কবিতায় পাবো নাকি তারই মৃদু ছোঁয়া
সেই মনে ভাবি পার্থিব যাহা ছিল
রঙ বুঝি এঁকে দিলো
পার্থিব যাহা ছিল
বুকে রঙ এঁকে দিলো
তোমাকে চেনার ফাঁকে
বাকি আছে চেনা নিজেকেই
এ রহস্য বিস্ময়ে ধরণীর আশ্রয়ে
রুপ-রসে চেয়ে থাকে কবি
আকাশ জুড়ে সবই ভালোবাসার ছবি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar