Kishore Kumar Hits

Bratati Bandyopadhyay - Ekush şarkı sözleri

Sanatçı: Bratati Bandyopadhyay

albüm: 21Sher Janyo


একুশ
একুশ মানে ভোরের মিছিল, একুশ মানে ফাগুন
একুশ মানে কৃষ্ণচূড়ায় জ্বলে রক্ত আগুন
একুশ মানে কোকিল গাহে শহিদ ভাইয়ের ডাক
ভুবন জুড়ে মাতৃভাষায় উচ্চারিত বাক
একুশ মানে রক্তনদী, ভাষার শহিদান
একুশ মানে ঢাকা-শিলচর, বর্ণমালার গান
একুশ মানে মাতৃভাষা, যেন মাতৃদুগ্ধ
একুশ মানে সকল ভাষায় ফুল ফোটানোর যুদ্ধ
একুশ মানে পলাশ-শিমুল, কৃষ্ণচূড়ার লাল
এইতো একুশ কুহু কুহু, শহিদ স্মৃতির কাল
একুশ মানে দুরন্ত কাল, একুশ স্বাধীনতা
একুশ দিলো শহিদ মিনার, ঝড়ের উপকথা
একুশ মানে ভালোবাসা খোঁপায় গুচ্ছ ফুল
একুশ মানে সেই মেয়েটি স্বপ্নে যে দেয় দোল
ঝড়ের দোল, পলাশ ফুল, আগুন লেলিহান
একুশ মানে বুকের ব্যথায় কেবল কলতান
এবার একুশ বিশ্বজুড়ে প্রতিবাদের মুখ
রনধ্বনি জয়ধ্বনি পলাশ, শিমুল, অশোক

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar