একুশে ফেব্রুয়ারি
বুকের ভিতর শোকের ভিতর
শিশুর মুখে প্রিয়ার চোখে
একুশ আছে একুশ আছে
আমার কাছে তোমার কাছে
উথাল পাথাল নদীর কাছে
ফুলের বাসে রক্তে রঙিন
শ্যামল ঘাসে একুশ আছে
একুশ আছে জননী তোর দীর্ঘশ্বাসে
সালাম ভাই বরকতেরা জব্বারেরা বেঁচে আছে
দেখবি জয় রক্তপাতে
একুশ আছে একুশ আছে
একুশ আছে নদীর কুলে
তাল শিমুলে রক্ত পলাশ
পল্লিবালার কানের দুলে
চোখের পাতায় নাকের ফুলে
খোপায় স্তব্ধ মেঘের কোলে
একুশ আছে রাজার কোলে
শিশুর ঘুমে বুকের ওমে
ধানের ক্ষেতে পাটের আঁশে
সরষো দানাই শত্রু হানায়
একুশ আছে একুশ বাঁচে
কানায় কানায়
একুশ আছে একুশ বাঁচে
বৃষ্টি বাদল ঝড়ের মাদল
মাঝি মল্লার মুখের আদল জুমের ক্ষেতে
কাপাস ফুলে তিল সরিষা প্রজাপতি
হাওয়ায় দোলে
একুশ আছে একুশ বাঁচে
অমর একুশ রমনাতেই
অমর একুশ আজ প্রাতেই
সূর্য ওঠার আলো আলো ঝর্ণাতেই
একুশ আছে একুশ বাঁচে
প্রলয় শিখার প্রদীপ হাতে
আমার ভাষা তোমার ভাষা
সকল আশার মাতৃভাষার
ফুলের নেশায় ফুল ফোটে
একুশ আছে একুশ আছে
আঁধার বেলায় ভোরের পাখি
একুশ করে ডাকাডাকি
একুশ আছে সূর্যদয়ে
একুশ বাঁচে মৃত্যুজয়ে
একুশ আছে একুশ আছে
ফুল ফোটে গন্ধরাজ
একুশ আছে অগ্নিকোনে
মেঘের সাজ একুশ আছে
জয়োদ্ধতো একুশ বাঁচে অবিরত
একুশ আছে একুশ বাঁচে
রিয়াঙ্গ বধুর রাঙবাঙ্গনি
কন্ঠমালায় মেঘের ফাঁকে
চাঁদের ছায়ায় হাতের ডালা
হজাগীরির নাচে থালা
একুশ আছে পাহাড় জুড়ে সমতলে
হাজার ঘরে নদীর চরে
একুশ আছে ভাগের দোলে
আমের বোলে
একুশ আছে একুশ আছে
বুকের ঘুনে যুদ্ধজারি
অমর একুশ ফেব্রুয়ারী
ভাইয়ের খুনে রক্তজবায়
লাল ফাগুনে ফুলের বনে
উঠবো কোনে একুশ যারি
অমর একুশ ফেব্রুয়ারী
ভাইয়ের খুনে ফোটে একুশ
তারে কি আর ভুলতে পারি
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri