Kishore Kumar Hits

Calcutta Youth Choir - Amader Nanan Mate şarkı sözleri

Sanatçı: Calcutta Youth Choir

albüm: Bish Shataker Gaan


দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
অনেক দেশ সাম্রাজ্যবাদীর কুক্ষি থেকে মুক্ত হয়ে
সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলে
সাম্রাজ্যবাদীরা তখন তৃতীয় বিশ্বযুদ্ধের চক্রান্ত চালাতে থাকে
তারই বিরুদ্ধে দেশে দেশে গড়ে ওঠে বিশ্ব শান্তি আন্দোলন
এই গানটি শান্তি আন্দোলনের স্বপক্ষে রচনা করেছিলেন
কথাকার ও গীতিকার শ্রী সলিল চৌধুরী

আমাদের নানান মতে নানান দলে দলাদলি, কেউবা চলে ডাইনে বা কেউ বায়ে চলি
এক সাগরে তুলেছি ঢেউ কেউ বা ধর্মী বিধর্মী কেউ
সবার চোখে স্বপ্ন ভাসে স্বাধীন সুখি দেশ, শান্তি ঘেরা ঘরে ঘরে প্রাণের পরিবেশ
মোরা সবাই যখন একসাথে ভাই মিলি
আমাদের নানান মতে নানান দলে দলাদলি, কেউবা চলে ডাইনে বা কেউ বায়ে চলি
এক সাগরে তুলেছি ঢেউ কেউ বা ধর্মী বিধর্মী কেউ
সবার চোখে স্বপ্ন ভাসে স্বাধীন সুখি দেশ, শান্তি ঘেরা ঘরে ঘরে প্রাণের পরিবেশ
মোরা সবাই যখন একসাথে ভাই মিলি
যখন প্রশ্ন ওঠে ধ্বংস কি সৃষ্টি আমাদের চোখে জ্বলে আগুনের দৃষ্টি
আমরা জবাব দেই সৃষ্টি সৃষ্টি সৃষ্টি
যখন প্রশ্ন ওঠে যুদ্ধ কি শান্তি আমাদের বেছে নিতে হয় নাকো ভ্রান্তি
আমরা জবাব দেই শান্তি শান্তি শান্তি
আর রক্ত নয় নয় (নয়), আর ধ্বংস নয় নয় (নয়)
আর রক্ত নয় নয় (নয়), আর ধ্বংস নয় নয় (নয়)
আর নয় মায়েদের শিশুদের কান্না
রক্ত কি ধ্বংস কি যুদ্ধ - আর না
রক্ত কি ধ্বংস কি যুদ্ধ - আর না আর না আর না
আমাদের দেশের কোটি হাতে হাতে কাজের ক্ষুধা
খনি পাহাড় অগাধ মাটি ভরা সুধা
তবুও আকাল মহামারি, ঘরে ঘরে অনাহারী বাস্তুহারা বেকার মরে হায়রে সোনার দেশ
অশান্তির এই দেশে গড়ি প্রানের পরিবেশ
মোরা সবাই তখন একসাথে ভাই মিলি
যখন প্রশ্ন ওঠে ধ্বংস কি সৃষ্টি আমাদের চোখে জ্বলে আগুনের দৃষ্টি
আমরা জবাব দেই সৃষ্টি সৃষ্টি সৃষ্টি
যখন প্রশ্ন ওঠে যুদ্ধ কি শান্তি আমাদের বেছে নিতে হয় নাকো ভ্রান্তি
আমরা জবাব দেই শান্তি শান্তি শান্তি
আর রক্ত নয় নয় (নয়), আর ধ্বংস নয় নয় (নয়)
আর রক্ত নয় নয় (নয়), আর ধ্বংস নয় নয় (নয়)
আর নয় মায়েদের শিশুদের কান্না
রক্ত কি ধ্বংস কি যুদ্ধ - আর না
রক্ত কি ধ্বংস কি যুদ্ধ - আর না আর না আর না
শুনি আজ মুষ্টিমেয় পিশাচ মাতে রণসাজে
দুনিয়া যায় রসাতলে লুটের কাজে
কণ্ঠ মিলাই প্রতিবাদে যুদ্ধ বরবাদ
যুদ্ধবাজের বিরুদ্ধে তাই বাড়াই কোটি হাত
মোরা সবাই তখন একসাথে ভাই মিলি
যখন প্রশ্ন ওঠে ধ্বংস কি সৃষ্টি আমাদের চোখে জ্বলে আগুনের দৃষ্টি
আমরা জবাব দেই সৃষ্টি সৃষ্টি সৃষ্টি
যখন প্রশ্ন ওঠে যুদ্ধ কি শান্তি আমাদের বেছে নিতে হয় নাকো ভ্রান্তি
আমরা জবাব দেই শান্তি শান্তি শান্তি
আর রক্ত নয় নয় (নয়), আর ধ্বংস নয় নয় (নয়)
আর রক্ত নয় নয় (নয়), আর ধ্বংস নয় নয় (নয়)
আর নয় মায়েদের শিশুদের কান্না
রক্ত কি ধ্বংস কি যুদ্ধ - আর না
রক্ত কি ধ্বংস কি যুদ্ধ - আর না, আর না, আর না
আর না, আর না, আর না
আর না, আর না, আর না
আর না, আর না, আর না

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar