এপার বাংলা, ওপার বাংলার শ্রমজীবি মানুষের জীবনের সঙ্গে
লোককবি নিবারণ পণ্ডিতের গান জড়িয়ে আছে কয়েক দশক ধরে
সংগ্রামী মানুষের জীবন ও জীবিকার লড়াইয়ে
নিবারণ পণ্ডিত অন্ততম প্রেরণার উৎস
মানুষের প্রতি নির্যাতন ও বঞ্চনা দেখে
তাঁর মনে যে ক্ষোভ ও দ্বন্দ্বের সমাহার
তা সমাধান উপায় কী- বলেছেন এই গানটিতে
♪
একসাথে চল গড়বো মোরা রাঙ্গা দুনিয়া
একসাথে চল গড়বো মোরা রাঙ্গা দুনিয়া
সবে মিলে থাকবো সেথা বিভেদ ভুলিয়া
বিভেদ ভুলিয়া
একসাথে চল গড়বো মোরা রাঙ্গা দুনিয়া
একসাথে চল গড়বো মোরা রাঙ্গা দুনিয়া
♪
ভাবি সমাজ গড়বো মোরা দুঃখ করবো দূর
হাটে মাঠে তুলবো রে ভাই আনন্দেরি সুর
আলো করবো আঁধার রাতি
ঘরে ঘরে জ্বালবো বাতি
গাইবো নবগান, দুঃখ করবো অবসান
নূতন সমাজ গড়বে কে রে আয়রে ছুটিয়া
আয়রে ছুটিয়া
ভাবি সমাজ গড়বো মোরা দুঃখ করবো দূর
হাটে মাঠে তুলবো রে ভাই আনন্দেরি সুর
আলো করবো আঁধার রাতি
ঘরে ঘরে জ্বালবো বাতি
গাইবো নবগান, দুঃখ করবো অবসান
নূতন সমাজ গড়বে কে রে আয়রে ছুটিয়া
আয়রে ছুটিয়া
একসাথে চল গড়বো মোরা রাঙ্গা দুনিয়া
একসাথে চল গড়বো মোরা রাঙ্গা দুনিয়া
♪
শ্রমিক কৃষক সবাই সমান সবার দুঃখ এক
এক অবস্থায় দেশবাসী পড়েছি অনেক
দুঃখ সহিয়াছি ঢের
ভয় ভাবনা কিসের
আয়রে যত কৃষক শ্রমিক উঠরে জাগিয়া
উঠরে জাগিয়া
শ্রমিক কৃষক সবাই সমান সবার দুঃখ এক
এক অবস্থায় দেশবাসী পড়েছি অনেক
দুঃখ সহিয়াছি ঢের
ভয় ভাবনা কিসের
আয়রে যত কৃষক শ্রমিক উঠরে জাগিয়া
উঠরে জাগিয়া
একসাথে চল গড়বো মোরা রাঙ্গা দুনিয়া
সবে মিলে থাকবো সেথা বিভেদ ভুলিয়া
বিভেদ ভুলিয়া
একসাথে চল গড়বো মোরা রাঙ্গা দুনিয়া
একসাথে চল গড়বো মোরা রাঙ্গা দুনিয়া
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri