Kishore Kumar Hits

Rezwana Choudhury Bannya - Tumi Aktu Kebol şarkı sözleri

Sanatçı: Rezwana Choudhury Bannya

albüm: Surer Badhonay


তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
আমায় শুধু ক্ষণেক তরে
আজি হাতে আমার যা কিছু কাজ আছে
আমি সাঙ্গ করব পরে
তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
আমায় শুধু ক্ষণেক তরে
আজি হাতে আমার যা কিছু কাজ আছে
আমি সাঙ্গ করব পরে
তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
না চাহিলে তোমার মুখপানে
হৃদয় আমার বিরাম নাহি জানে
কাজের মাঝে ঘুরে বেড়াই যত
ফিরি কূলহারা সাগরে
না চাহিলে তোমার মুখপানে
হৃদয় আমার বিরাম নাহি জানে
না চাহিলে তোমার মুখপানে
হৃদয় আমার বিরাম নাহি জানে
কাজের মাঝে ঘুরে বেড়াই যত
ফিরি কূলহারা সাগরে
তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
বসন্ত আজ উচ্ছ্বাসে নিশ্বাসে
এল আমার বাতায়নে
বসন্ত আজ উচ্ছ্বাসে নিশ্বাসে

বসন্ত আজ উচ্ছ্বাসে নিশ্বাসে
এল আমার বাতায়নে
অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে
ফেরে কুঞ্জের প্রাঙ্গণে
আজকে শুধু একান্তে আসীন
চোখে চোখে চেয়ে থাকার দিন
আজকে জীবন-সমর্পণের গান
গাব নীরব অবসরে
আজকে জীবন-সমর্পণের গান
গাব নীরব অবসরে
তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
আমায় শুধু ক্ষণেক তরে
আজি হাতে আমার যা কিছু কাজ আছে
আমি সাঙ্গ করব পরে
তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
আমায় শুধু ক্ষণেক তরে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar