Rezwana Choudhury Bannya - Khela Ghor Bhadte Legechi şarkı sözleri
Sanatçı:
Rezwana Choudhury Bannya
albüm: Surer Badhonay
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে
কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে
কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে
খেলাঘর বাঁধতে লেগেছি
প্রভাতে পথিক ডেকে যায়, অবসর পাই নে আমি হায়
বাহিরের খেলায় ডাকে সে, যাব কী করে
যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি
পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি
যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি
পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি
যা আমার সবার হেলাফেলা যাচ্ছে ছড়াছড়ি
পুরোনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি
যে আমার নতুন খেলার জন, তারি এই খেলার সিংহাসন
ভাঙারে জোড়া দেবে সে কিসের মন্তরে
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে
খেলাঘর বাঁধতে লেগেছি
আমার মনের ভিতরে
খেলাঘর বাঁধতে লেগেছি
কত রাত তাই তো জেগেছি
বলব কী তোরে
খেলাঘর বাঁধতে লেগেছি
আমার মনের ভিতরে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri