Kishore Kumar Hits

Rezwana Choudhury Bannya - Udashi Hawa şarkı sözleri

Sanatçı: Rezwana Choudhury Bannya

albüm: Udashi Hawa


এই উদাসী হাওয়ার পথে পথে
মুকুলগুলি ঝরে
আমি কুড়িয়ে নিয়েছি
তোমার চরণে দিয়েছি
লহো লহো করুণ করে
এই উদাসী হাওয়ার পথে পথে
মুকুলগুলি ঝরে

যখন যাব চলে
ওরা ফুটবে তোমার কোলে
তোমার মালা গাঁথার আঙুলগুলি
মধুর বেদনভরে
যেন আমায় স্মরণ করে
এই উদাসী হাওয়ার পথে পথে
মুকুলগুলি ঝরে

বউকথাকও তন্দ্রাহারা
বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা
আজি বিভোর রাতে
বউকথাকও তন্দ্রাহারা
বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা
আজি বিভোর রাতে
দুজনের কানাকানি কথা
দুজনের মিলনবিহ্বলতা
জ্যোৎস্নাধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে
এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা
কালকে দিনের তরে
তোমার অলস দ্বিপ্রহরে
এই উদাসী হাওয়ার পথে পথে
মুকুলগুলি ঝরে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar