Kishore Kumar Hits

Rezwana Choudhury Bannya - Momo Antor Udashey şarkı sözleri

Sanatçı: Rezwana Choudhury Bannya

albüm: Momo Antor Udashey


মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে
পল্লবমর্মরে কোন চঞ্চল বাতাসে
মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে

জ্যোৎস্নাজড়িত নিশা
ঘুমে-জাগরণে-মিশা
বিহ্বল আকুল কার
অঞ্চলসুবাসে
মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে

থাকিতে না দেয় ঘরে, কোথায় বাহির করে
সুন্দর সুদূরে কোন নন্দন-আকাশে
থাকিতে না দেয় ঘরে, কোথায় বাহির করে
সুন্দর সুদূরে কোন নন্দন-আকাশে

অতীত দিনের পারে
স্মরণসাগর-ধারে
বেদনা লুকানো কোন
ক্রন্দন-আভাসে
মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে
পল্লবমর্মরে কোন চঞ্চল বাতাসে
মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar