কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন?
কার চোখের চাওয়ার হাওয়ায়?
তাই কেমন হয়ে আছিস সারাক্ষণ
কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন?
কার চোখের চাওয়ার হাওয়ায়?
♪
হাসি যে তাই অশ্রুভারে নোওয়া
ভাবনা যে তাই মৌন দিয়ে ছোঁওয়া
হাসি যে তাই অশ্রুভারে নোওয়া
ভাবনা যে তাই মৌন দিয়ে ছোঁওয়া
ভাষায় যে তোর সুরের আবরণ
ভাষায় যে তোর সুরের আবরণ
কেমন হয়ে আছিস সারাক্ষণ
কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন?
কার চোখের চাওয়ার হাওয়ায়?
♪
তোর পরানে কোন পরশমণির খেলা
তাই হৃদগগনে সোনার মেঘের মেলা
তোর পরানে কোন পরশমণির খেলা
তাই হৃদগগনে সোনার মেঘের মেলা
দিনের স্রোতে তাই তো পলকগুলি
ঢেউ খেলে যায় সোনার ঝলক তুলি
দিনের স্রোতে তাই তো পলকগুলি
ঢেউ খেলে যায় সোনার ঝলক তুলি
কালোয় আলোয় কাঁপে আঁখির কোণ
কেমন হয়ে আছিস সারাক্ষণ
কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন?
কার চোখের চাওয়ার হাওয়ায়?
তাই কেমন হয়ে আছিস সারাক্ষণ
কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন?
কার চোখের চাওয়ার হাওয়ায়?
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri