Rezwana Choudhury Bannya - Aaj Sabar Rang E Rang şarkı sözleri
Sanatçı:
Rezwana Choudhury Bannya
albüm: Best Of Rezwana Choudhuri Bannya Rabindra Sangeet
আজ সবার রঙে রঙ মিশাতে হবে
আজ সবার রঙে রঙ মিশাতে হবে
ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়
পরো পরো পরো তবে
রঙ মিশাতে হবে
আজ সবার রঙে রঙ মিশাতে হবে
আজ সবার রঙে রঙ মিশাতে হবে
♪
মেঘ রঙে রঙে বোনা, আজ রবির রঙে সোনা
মেঘ রঙে রঙে বোনা, আজ রবির রঙে সোনা
আজ আলোর রঙ যে বাজল পাখির রবে
ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়
পরো পরো পরো তবে
রঙ মিশাতে হবে
আজ সবার রঙে রঙ মিশাতে হবে
আজ সবার রঙে রঙ মিশাতে হবে
♪
আজ রঙ সাগরে তুফান ওঠে মেতে
যখন তারি হাওয়া লাগে
তখন রঙের মাতন জাগে
যখন তারি হাওয়া লাগে
তখন রঙের মাতন জাগে
কাঁচা সবুজ ধানের ক্ষেতে
সেই রাতের স্বপন ভাঙা
আমার হৃদয় হোক না রাঙা
সেই রাতের স্বপন ভাঙা
আমার হৃদয় হোক না রাঙা
তোমার রঙেরই গৌরবে
ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়
পরো পরো পরো তবে
রঙ মিশাতে হবে
আজ সবার রঙে রঙ মিশাতে হবে
আজ সবার রঙে রঙ মিশাতে হবে
ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়
পরো পরো পরো তবে
রঙ মিশাতে হবে
আজ সবার রঙে রঙ মিশাতে হবে
আজ সবার রঙে রঙ মিশাতে হবে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri