Kishore Kumar Hits

Rezwana Choudhury Bannya - Sey Jey Bahir Holo Ami Jani şarkı sözleri

Sanatçı: Rezwana Choudhury Bannya

albüm: Best Of Rezwana Choudhuri Bannya Rabindra Sangeet


সে যে বাহির হল আমি জানি, জানি
সে যে বাহির হল আমি জানি
বক্ষে আমার বাজে তাহার পথের বাণী
সে যে বাহির হল আমি জানি, জানি
সে যে বাহির হল আমি জানি

কোথায় কবে এসেছে সে
সাগরতীরে, বনের শেষে
কোথায় কবে
কোথায় কবে এসেছে সে
সাগরতীরে, বনের শেষে
আকাশ করে সেই কথারই কানাকানি
সে বাহির হল আমি জানি
সে যে বাহির হল আমি জানি

হায় রে, আমি ঘর বেঁধেছি এতই দূরে
না জানি তার আসতে হবে কত ঘুরে
হায় রে, আমি ঘর বেঁধেছি এতই দূরে
হিয়া আমার পেতে রেখে
সারাটি পথ দিলেম ঢেকে
হিয়া আমার...
হিয়া আমার পেতে রেখে
সারাটি পথ দিলেম ঢেকে
আমার ব্যথায় পড়ুক তাহার চরণখানি
সে বাহির হল আমি জানি, জানি
সে যে বাহির হল আমি জানি
বক্ষে আমার বাজে তাহার পথের বাণী
সে যে বাহির হল আমি জানি, জানি
সে যে বাহির হল আমি জানি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar