Kishore Kumar Hits

Rezwana Choudhury Bannya - Badhu Michey Raag şarkı sözleri

Sanatçı: Rezwana Choudhury Bannya

albüm: Best Of Rezwana Choudhuri Bannya Rabindra Sangeet


বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
মম মন বুঝে দেখো মনে মনে
মনে রেখো, কোরো করুণা
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
মম মন বুঝে দেখো মনে মনে
মনে রেখো, কোরো করুণা
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না

পাছে আপনারে রাখিতে না পারি
তাই কাছে কাছে থাকি আপনারি
পাছে আপনারে রাখিতে না পারি
তাই কাছে কাছে থাকি আপনারি
মুখে হেসে যাই, মনে কেঁদে চাই
সে আমার নহে ছলনা
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
মম মন বুঝে দেখো মনে মনে
মনে রেখো, কোরো করুণা
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না

দিনেকের দেখা, তিলেকের সুখ
ক্ষণেকের তরে শুধু হাসিমুখ
দিনেকের দেখা, তিলেকের সুখ
ক্ষণেকের তরে শুধু হাসিমুখ
পলকের পরে থাকে বুক ভরে চিরজনমের বেদনা
তারি মাঝে কেন এত সাধাসাধি
অবুঝ আঁধারে কেন মরি কাঁদি
তারি মাঝে কেন এত সাধাসাধি
অবুঝ আঁধারে কেন মরি কাঁদি
দূর হতে এসে ফিরে যাই শেষে বহিয়া বিফল বাসনা
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
মম মন বুঝে দেখো মনে মনে
মনে রেখো, কোরো করুণা
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar