Kishore Kumar Hits

Rezwana Choudhury Bannya - Aamar Din Phuralo şarkı sözleri

Sanatçı: Rezwana Choudhury Bannya

albüm: Barota Peyechi Mone Mone


আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
আমার দিন ফুরালো...
গহন মেঘের নিবিড় ধারার মাঝে
আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
আমার দিন ফুরালো...

বনের ছায়ায় জলছলছল সুরে
হৃদয় আমার কানায় কানায় পূরে
খনে খনে ওই গুরুগুরু তালে তালে
গগনে গগনে গভীর মৃদঙ বাজে
আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
আমার দিন ফুরালো...

কোন দূরের মানুষ যেন এল আজ কাছে
তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে
কোন দূরের মানুষ যেন এল আজ কাছে
তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে
বুকে দোলে তার বিরহব্যথার মালা
গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা
মনে হয় তার চরণের ধ্বনি জানি
হার মানি তার অজানা জনের সাজে
আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
আমার দিন ফুরালো...
গহন মেঘের নিবিড় ধারার মাঝে
আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে
আমার দিন ফুরালো...

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar