Rezwana Choudhury Bannya - Sukhe Amay Rakhbe Kyano - Live şarkı sözleri
Sanatçı:
Rezwana Choudhury Bannya
albüm: Sukhe Amay Rakhbe Kyano (Live)
সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে
সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে
যাক না গো সুখ জ্বলে, জ্বলে
সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে
♪
যাক না পায়ের তলার মাটি
তুমি তখন ধরবে আঁটি
যাক না পায়ের তলার মাটি
তুমি তখন ধরবে আঁটি
তুলে নিয়ে দুলাবে ওই বাহুদোলার দোলে, দোলে
সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে
♪
যেখানে ঘর বাঁধব আমি
আসে আসুক বান
তুমি যদি ভাসাও মোরে
চাই নে পরিত্রাণ
যেখানে ঘর বাঁধব আমি
আসে আসুক বান
তুমি যদি ভাসাও মোরে
চাই নে পরিত্রাণ
হার মেনেছি, মিটেছে ভয়
তোমার জয় তো আমারি জয়
হার মেনেছি, মিটেছে ভয়
তোমার জয় তো আমারি জয়
ধরা দেব, তোমায় আমি ধরব যে তাই হলে, হলে
সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে
যাক না গো সুখ জ্বলে, জ্বলে
সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri