কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত
পূর্ণ হয়েছে বিচ্ছেদ, যবে ভাবিনু মনে
একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে
শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের শিরে
খর বিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে
দূর হতে শুনি বারুণী নদীর তরল রব
মন শুধু বলে, অসম্ভব এ অসম্ভব
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত
কে জানিত আসবে তুমি গো অনাহূতের মতো
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত
♪
পার হয়ে এসেছ মরু, নাই যে সেথায় ছায়াতরু
পথের দুঃখ দিলেম তোমায় গো এমন ভাগ্যহত
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত
এমন রাত্রে কতবার, মোর বাহুতে মাথা
শুনেছিল সে যে কবির ছন্দে কাজরি-গাথা
রিমিঝিমি ঘন বর্ষণে বন রোমাঞ্চিত
দেহে আর মনে এক হয়ে গেছে যে-বাঞ্ছিত
এল সেই রাতিবহি শ্রাবণের সে-বৈভব
মন শুধু বলে, অসম্ভব এ অসম্ভব
আলসেতে বসে ছিলেম আমি আপন ঘরের ছায়ে
জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে
আলসেতে বসে ছিলেম আমি আপন ঘরের ছায়ে
জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে
ওই বেদনা আমার বুকে বেজেছিল গোপন দুখে
ওই বেদনা আমার বুকে বেজেছিল গোপন দুখে
দাগ দিয়েছে মর্মে আমার গো গভীর হৃদয়ক্ষত
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত
কে জানিত আসবে তুমি গো অনাহূতের মতো
শুনিতে পেলেম সেতারে বাজিছে সুরের দান
অশ্রুজলের আভাসে জড়িত আমারি গান
কবিরে ত্যজিয়া রেখেছে কবির এ গৌরব
মন শুধু বলে, অসম্ভব এ অসম্ভব
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri