বৈশাখ হে, মৌনী তাপস, কোন অতলের বাণী
এমন কোথায় খুঁজে পেলে
তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি এল
গভীর ছায়া ফেলে
বৈশাখ হে, মৌনী তাপস, কোন অতলের বাণী
এমন কোথায় খুঁজে পেলে
তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি এল
গভীর ছায়া ফেলে
♪
রুদ্রতপের সিদ্ধি এ কি ওই যে তোমার বক্ষে দেখি
রুদ্রতপের সিদ্ধি এ কি ওই যে তোমার বক্ষে দেখি
ওরই লাগি আসন পাতো হোমহুতাশন জ্বেলে
বৈশাখ হে, মৌনী তাপস, কোন অতলের বাণী
এমন কোথায় খুঁজে পেলে
তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি এল
গভীর ছায়া ফেলে
♪
নিঠুর, তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতো
তোমার রক্তনয়ন মেলে
ভীষণ, তোমার প্রলয়সাধন প্রাণের বাঁধন যত
যেন হানবে অবহেলে
হঠাৎ তোমার কণ্ঠে এ যে আশার ভাষা উঠল বেজে
দিলে, দিলে, দিলে তরুণ শ্যামল রূপে করুণ সুধা ঢেলে
বৈশাখ হে, মৌনী তাপস, কোন অতলের বাণী
এমন কোথায় খুঁজে পেলে
তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি এল
গভীর ছায়া ফেলে
বৈশাখ হে, মৌনী তাপস
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri