আমারে করো তোমার বীণা
লহো গো লহো তুলে
আমারে করো তোমার বীণা
উঠিবে বাজি তন্ত্রীরাজি
উঠিবে বাজি তন্ত্রীরাজি
মোহন অঙ্গুলে
আমারে করো তোমার বীণা
লহো গো লহো তুলে
আমারে করো তোমার বীণা
কোমল তব কমলকরে
পরশ করো পরান-'পরে
উঠিবে হিয়া গুঞ্জরিয়া
উঠিবে হিয়া গুঞ্জরিয়া
তব শ্রবণমূলে
আমারে করো তোমার বীণা
লহো গো লহো তুলে
আমারে করো তোমার বীণা
কখনো সুখে কখনো দুখে
কাঁদিবে চাহি তোমার মুখে
কখনো সুখে কখনো দুখে
কাঁদিবে চাহি তোমার মুখে
চরণে পড়ি রবে নীরবে
রহিবে যবে ভুলে
কেহ না জানে কী নব তানে
উঠিবে গীত শূন্য-পানে
কেহ না জানে কী নব তানে
উঠিবে গীত শূন্য-পানে
আনন্দের বারতা যাবে
অনন্তের কূলে
আমারে করো তোমার বীণা
লহো গো লহো তুলে
আমারে করো তোমার বীণা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri