আমি দুঃখকে বলেছি আরও দুঃখ দিয়ে আমার এ বুক ভরিয়ে দিতে আমি কান্নাকে বলেছি আরও কান্না দিয়ে আমার দু'চোখ ভিজিয়ে দিতে আমি দুঃখকে বলেছি আরও দুঃখ দিয়ে আমার এ বুক ভরিয়ে দিতে ♪ বলিনি মানুষকে বন্ধু হতে মানুষ জানে শুধু ব্যথা দিতে বলিনি মানুষকে বন্ধু হতে মানুষ জানে শুধু ব্যথা দিতে আমি অশ্রুকে বলেছি আরও অশ্রু দিয়ে ব্যথার রঙে রাঙিয়ে দিতে আমি দুঃখকে বলেছি আরও দুঃখ দিয়ে আমার এ বুক ভরিয়ে দিতে ♪ দেখেছি হৃদয়কে দগ্ধ হতে জমা হয় যন্ত্রণা তারই ক্ষতে দেখেছি হৃদয়কে দগ্ধ হতে জমা হয় যন্ত্রণা তারই ক্ষতে আমি মৃত্যুকে বলেছি আরো নিষ্ঠুর হয়ে শেকল হাতে জড়িয়ে নিতে আমি দুঃখকে বলেছি আরও দুঃখ দিয়ে আমার এ বুক ভরিয়ে দিতে আমি কান্নাকে বলেছি আরও কান্না দিয়ে আমার দু'চোখ ভিজিয়ে দিতে আমি দুঃখকে বলেছি আরও দুঃখ দিয়ে আমার এ বুক ভরিয়ে দিতে