শেষ হয়েছে আমার কথা এবার তুমি বলো রাত ফুরালো, আকাশ ভরা ফুটলো নীরব আলো শেষ হয়েছে আমার কথা এবার তুমি বলো রাত ফুরালো, আকাশ ভরা ফুটলো নীরব আলো ♪ সারাটি রাত মগ্ন ছিলাম জীবন খোঁজার স্বপ্নে তোমার কথা বলো এবার গোলাপ ফোটার লগ্নে সারাটি রাত মগ্ন ছিলাম জীবন খোঁজার স্বপ্নে তোমার কথা বলো এবার গোলাপ ফোটার লগ্নে বলো বলো সারা জীবন বাসবে আমায় ভালো বলো বলো সারা জীবন বাসবে আমায় ভালো শেষ হয়েছে আমার কথা এবার তুমি বলো রাত ফুরালো, আকাশ ভরা ফুটলো নীরব আলো ♪ জীবন গেলো ব্যর্থ আশায় তোমার খুশির জন্য তোমায় পেয়ে মৃত্যু হলেও জীবন হবে ধন্য জীবন গেলো ব্যর্থ আশায় তোমার খুশির জন্য তোমায় পেয়ে মৃত্যু হলেও জীবন হবে ধন্য ফুটলো আলো, দু'জন এবার আলোয় হারাই চলো ফুটলো আলো, দু'জন এবার আলোয় হারাই চলো শেষ হয়েছে আমার কথা এবার তুমি বলো রাত ফুরালো, আকাশ ভরা ফুটলো নীরব আলো ফুটলো নীরব আলো ফুটলো নীরব আলো