Kishore Kumar Hits

Chandana Majumdar - Aha Mori Mori Re şarkı sözleri

Sanatçı: Chandana Majumdar

albüm: Laloner Gaan


আহা মরি রে
আহা মরি রে, মরি রে, মরি রে, মরি রে, মরি রে, মরি রে
তিন গর্ভে আছে রে এক ছেলে
তিন গর্ভে আছে রে এক ছেলে
ছেলে সবাইকে কয় মনের কথা
ছেলে সবাইকে কয় মনের কথা
ছেলে সবাইকে কয় মনের কথা
আমায় কয় না প্রাণ গেলে
তিন গর্ভে আছে রে এক ছেলে
আহা মরি রে
তিন গর্ভে আছে রে এক ছেলে

আছে তিনজনা নারী
অতি পরম সুন্দরী
আর যেমন ছেলে তেমনি মা তার
ছেলের হয় গঠন ফকিরি, ছেলের গঠন ফকিরি
আছে তিনজনা নারী
অতি পরম সুন্দরী
আর যেমন ছেলে তেমনি মা তার
ছেলের হয় গঠন ফকিরি, ছেলের গঠন ফকিরি
আবার বিনা বাপের ছেলে পয়দা
আবার বিনা বাপের ছেলে পয়দা
বিনা বাপের ছেলে পয়দা বিনা বীজ বিনা ফলে
তিন গর্ভে আছে রে এক ছেলে
আহা মরি রে, মরি রে, মরি রে, মরি রে, মরি রে
তিন গর্ভে আছে রে এক ছেলে

যাদের মোটা নজর হয়
ছেলে পলকে হারায়
আর ছোটো নজর হলে ছেলে
তারাই দেখতে পায় বাবা গো, তারাই দেখতে পায়
যাদের মোটা নজর হয়
ছেলে পলকে হারায়
ছোটো নজর হলে ছেলে
তারাই দেখতে পায়
ছেলের তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ কথা রে
ছেলের তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ কথা
তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ কথা, তীক্ষ্ণ নয়নও মেলে
তিন গর্ভে আছে রে এক ছেলে
আহা মরি রে, মরি রে
তিন গর্ভে আছে রে এক ছেলে

লালন শাহ ফকিরে বলে
ছেলে ধরবো ধরবো মনে করি রে
আর ভজন সাধন ছেড়ে দিয়ে
ধরি ছেলের পায়, বাবা গো, ধরি ছেলের পায়

লালন শাহ ফকিরে বলে
ছেলে ধরবো ধরবো মনে করি রে
আর ভজন সাধন ছেড়ে দিয়ে
ধরি ছেলের পায়, বাবা গো, ধরি ছেলের পায়
ছেলে ধরবো ধরবো মনে করি রে
ছেলে ধরবো ধরবো মনে করি
ধরবো ধরবো মনে করি, ইচ্ছা হয় করি কোলে
তিন গর্ভে আছে রে এক ছেলে
আহা মরি রে
তিন গর্ভে আছে রে এক ছেলে
ছেলে সবাইকে কয় মনের কথা
ছেলে সবাইকে কয় মনের কথা
ছেলে সবাইকে কয় মনের কথা
আর আমায় কয় না প্রাণ গেলে
তিন গর্ভে আছে রে এক ছেলে
আহা মরি রে
তিন গর্ভে আছে রে এক ছেলে
আহা মরি রে
তিন গর্ভে আছে রে এক –
তিন গর্ভে আছে রে এক –
তিন গর্ভে আছে রে এক ছেলে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar