জানলি না মন কোথা সে ধন
ভাজলি বেগুন পরের তেলে
গুণে পড়ে সারলি দফা
♪
গুণে পড়ে সারলি দফা
করলি রফা গোলেমালে
গুণে পড়ে সারলি দফা
জানলি না মন কোথা সে ধন
জানলি না মন কোথা সে ধন
ভাজলি বেগুন পরের তেলে
গুণে পড়ে সারলি দফা
করলি রফা গোলেমালে
গুণে পড়ে সারলি দফা
♪
করলি বহুত পড়াশোনা
কাজেকামে ঝলসে কানা
করলি বহুত পড়াশোনা
কাজেকামে ঝলসে কানা
কথায় তো চিড়ে ভেজে না
কথায় তো চিড়ে ভেজে না
জল কিংবা দুধ না দিলে
গুণে পড়ে সারলি দফা
করলি রফা গোলেমালে
গুণে পড়ে সারলি দফা
♪
আর কি হবে এমন জনম
লুটবি মজা মনের মতন?
আর কি হবে এমন জনম
লুটবি মজা মনের মতন?
বাবার হোটেল ভাঙবে যখন
বাবার হোটেল ভাঙবে যখন
খাবি তখন কার বা শালে
গুণে পড়ে সারলি দফা
করলি রফা গোলেমালে
গুণে পড়ে সারলি দফা
♪
হায় কী মজা তিলে খাজা
দেখলি না মন কেমন মজা
হায় কী মজা তিলে খাজা
খেয়ে দেখলি না মন কেমন মজা
লালন কয়, বিজেতের রাজা
লালন কয়, বিজেতের রাজা
হয়ে রইলাম একই কালে
গুণে পড়ে সারলি দফা
করলি রফা গোলেমালে
গুণে পড়ে সারলি দফা
জানলি না মন কোথা সে ধন
জানলি না মন কোথা সে ধন
ভাজলি বেগুন পরের তেলে
গুণে পড়ে সারলি দফা
করলি রফা গোলেমালে
গুণে পড়ে সারলি দফা
করলি রফা গোলেমালে
গুণে পড়ে সারলি দফা
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri