Chander Gari - Jonak Pakhi şarkı sözleri
Sanatçı:
Chander Gari
albüm: Jonak Pakhi
এই স্বপ্নঘরের দেয়াল জুড়ে
আকাশ দেখার চোখ
তোমার স্বপ্ন ভাঙার গানটা না-হয়
আজকে আমার হোক
এই স্বপ্নঘরের দেয়াল জুড়ে
আকাশ দেখার চোখ
তোমার স্বপ্ন ভাঙার গানটা না-হয়
আজকে আমার হোক
বলো, "জোনাক পাখি, জোনাক পাখি"
"মৃত্যু কত দূরে?"
"আমি তোমার জন্য গাইছি এ গান"
"মন ভাঙনের সুরে"
বলো, "জোনাক পাখি, জোনাক পাখি"
"মৃত্যু কত দূরে?"
"আমি তোমার জন্য গাইছি এ গান"
"মন ভাঙনের সুরে"
♪
তুমিও কি স্বপ্ন দেখে
চমকে ওঠো কেঁদে?
আমার মতন মরছ কি আর
গলা সেধে সেধে
তুমিও কি স্বপ্ন দেখে
চমকে ওঠো কেঁদে?
আমার মতন মরছ কি আর
গলা সেধে সেধে
আমার মনের নিশানা ভালো না
স্বপ্ন ছুঁতে পারে না
বলো, "জোনাক পাখি, জোনাক পাখি"
"মৃত্যু কত দূরে?"
"আমি তোমার জন্য গাইছি এ গান"
"অবেলার সুরে"
বলো, "জোনাক পাখি, জোনাক পাখি"
"মৃত্যু কত দূরে?"
"আমি তোমার জন্য গাইছি এ গান"
"অবেলার সুরে"
বলো, "জোনাক পাখি, জোনাক পাখি"
"মৃত্যু কত দূরে?"
"আমি তোমার জন্য গাইছি এ গান"
অবেলার সুরে, হে হে হে-
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri