দিন ফিরে গেলে ঘরে নেমে আসে আঁধারেরা ঘাসের আদরে ঘুমিয়ে পড়ে ক্লান্ত ফড়িংয়েরা দিন ফিরে গেলে ঘরে নেমে আসে আঁধারেরা ঘাসের আদরে ঘুমিয়ে পড়ে ক্লান্ত ফঁড়িংয়েরা আঙ্গুলের ফাঁকে তোকে খুঁজে তোর ভালোবাসার লোভে ছুটে চলা আমি ভালো আছি, তুইও ভালো থাকিস আমি ভালো আছি, তুইও ভালো থাকিস ঘৃণার মৃত্যু হলে পুরোনো বাস ধরেই আবার ফিরে আসিস দিন ফিরে গেলে ঘরে নেমে আসে আঁধারেরা ♪ মাঝরাতেও বারান্দায় ঝুলে নীল জামাটা টেবিলের উপরে ছড়ানো বইয়ের স্বাধীনতা মাঝরাতেও বারান্দায় ঝুলে নীল জামাটা টেবিলের উপরে ছড়ানো বইয়ের স্বাধীনতা নিয়নের আলোয় মোড়ানো জোছনা চারিপাশে তবু সাদাকালো হয়েই ভাবি আমি, আমি কে আমি ভালো আছি, তুইও ভালো থাকিস আমি ভালো আছি, তুইও ভালো থাকিস ঘৃণার মৃত্যু হলে পুরোনো বাস ধরেই আবার ফিরে আসিস দিন ফিরে গেলে ঘরে নেমে আসে আঁধারেরা ঘাসের আদরে ঘুমিয়ে পড়ে ক্লান্ত ফড়িংয়েরা