Obscure - Tista şarkı sözleri
Sanatçı:
Obscure
albüm: Majhrate Chad
তিস্তা – কথা - অমিত গোস্বামী
একটি হাতে থাকুক গোলাপ অন্য হাতে অস্ত্র থাক
দুহাত তুলে জানাও দাবী তিস্তা এবার এদেশ পাক
কলকাতাতে মিছিল বেরোক সবাই দাঁড়াক বারান্দায়
বৃষ্টি আসুক শহর জুড়ে তিস্তা যেন এদেশ পায়
অনেক সময় চলেই গেল কথায় শুধু মেঘের ছাই
বিষন্নতার মুখোস খোলো তিস্তা নিয়ে বিহিত চাই
বিহিত হবেই দিনবদলের সঙ্গে যখন অনেক লোক
চুল ঝাঁকিয়ে জানাও দাবী তিস্তা এবার আমার হোক
আজকে আসুক যতই বাধা রোদ ওঠাবো আরেকদিন
বাংলাদেশের জানলা খুলে তিস্তা নামুক বিরামহীন
অনেক হলো মন মানে না পাওনা যেন বুঝে পাই
আজকে সবাই মেলান গলা তিস্তা যে চাই তিস্তা চাই
চোখের পানি চোখ মানে না শোক মানে না গায়ের জোর
সবাই মিলে ছিনিয়ে নেব তিস্তা নদীর পানির তোড়
তোমার হাতের গোলাপ ফুলের অস্ত্রে না হয় কাঁটাই থাক
তিস্তা নিয়ে টালবাহানা নিপাত যে যাক নিপাত যাক
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri