রাতের তারা তোমায় ছাড়া বেশ তো ছিলাম এই ঢাকাতে সাঁঝবিকেলে একাই এলে বললে যাবো তোমার সাথে আঙুল ধরে খুঁজেছিলাম নিজের করে একটু আড়াল অনেক দূরে সন্ধ্যে জুড়ে এল প্রথম বসন্ত কাল চোখের বালি উপড়ে ঢালি মেহেদীরং মারুবেহাগ কাঁচের চুড়ি ইলশেগুঁড়ি বৃষ্টিধোয়া রাগ অনুরাগ মুখোমুখি দু'কাপ কফি নিয়ে বসি ব্যালকনিতে ঠোঁটের তিলে বলেছিলে ভয়টা কিসের হৃদয় দিতে কিন্তু হৃদয় একাকী হয় যখন বল যাচ্ছি তবে ফেরারী মন ঢেউয়ের মতন ভাবে কখন আমার হবে ভীষন কঠিন সমস্তদিন একলা ঘরের বিষন্নতা কোথায় থাকো লুকিয়ে রাখো নিজের সকল মনের কথা বৃষ্টি হওয়া রাস্তা ধোয়া পেরিয়ে এলে আমার কাছে বললে এসে স্নিগ্ধ হেসে এ মুখ দেখে পরাণ বাঁচে রাতের তারার কথামালায় উঠে ফুটল আলো বুকের ভিতর আমায় রেখে সন্ধ্যাকাশে প্রদীপ জ্বালো