গানঃ মাঝরাতে চাঁদ যদি
ব্যান্ডঃ অবসিকিউর...
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি।
আকাশের নীল যদি আধারে মিলায়
বুঝে নেব তারে তুমি মনে রাখোনি।
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি।
আকাশের নীল যদি আধারে মিলায়
বুঝে নেব তারে তুমি মনে রাখোনি।
আকাশের বুক চিড়ে যদি ঝরে জল
বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ
আকাশের বুক চিড়ে যদি ঝরে জল
বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ
সরোবরে যদি ফোটে রক্তকমল
অনুভবে বুঝে নেব, মান ভেংগেছো।
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি।
আকাশের নীল যদি আধারে মিলায়
বুঝে নেব তারে তুমি মনে রাখোনি।
রুপালী বিজলী যদি নিরব থাকে,
কেদোনা ভেবো শুধু আমিতো আছি।
রুপালী বিজলী যদি নিরব থাকে,
কেদোনা ভেবো শুধু আমিতো আছি।
স্বপ্নলোকেতে যদি ময়ুরি ডাকে
বুঝে নিও আমি আছি কাছাকাছি।
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি।
আকাশের নীল যদি আধারে মিলায়
বুঝে নেব তারে তুমি মনে রাখোনি। (২ বার)
লিরিক বাইঃ অণুষ
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri