সবার জীবন ব্যস্ততাময়, আমার জীবন মরুভুমি,
কেউ তো আসে না, কথাও হয় না, শুধু বসে দিন গুনি,
ঈদ যায় আসে, তোরা পরবাসে, সিমাই জর্দা রাঁধি,
শুন্য আসন, হু হু করে মন, একা শুধু আমি কাঁদি,
শুধু দোয়া করি খোদারই কাছে মুছে ফেলি কান্না,
রহম ঝরুক তোদের মাথায় আমি যে তোদের মা
মনে আছে তোর সেই ঈদ ভোর, বাবার হাতটি ধরে,
প্রথম নামাজ পড়েছিলি তুই ঈদগাহ চত্বরে
নতুন পাজামা, কুর্তা টুপিতে দারুন মানিয়েছিল
ফিরে মুঠি খুলে দেখিয়ে সালামী বলেছিলি – ওরা দিলো
আমি হেসে মরি, শুধু দোয়া করি – এই খুশি থাক না,
রহম ঝরুক তোদের মাথায় আমি যে তোদের মা
পরে বড় হয়ে বাবার ভয়ে গুটিয়ে ইজেল তুলি,
বলেছিলি – মা গো, তুমি বলো না গো বাবাকে খোলাখুলি
প্যারিসে আমার যাওয়া দরকার পেতে শিল্পের দাম,
তোর মুখ চেয়ে আমি মাথা খেয়ে বাবাকে বললাম,
বিদেশে অনেক যশ হলো তোর, বউ এলো, সালমা,
রহম ঝরুক তোদের মাথায় আমি যে তোদের মা
ভরা সুখ হাতে একদিন রাতে বলেছিলি চলে যাবো,
এদেশের থেকে সেদেশে অনেক সুযোগ সুবিধা পাবো,
বউ ছেলে নিয়ে তোর যাওয়া দেখে বাবা তোর চলে গেলো,
তুই কি জানিস কবরে শান্তি কতটা সে পেয়েছিলো,
আজকে আমার কেউ নেই আর আছে শুধু কান্না,
রহম ঝরুক তোদের মাথায় আমি যে তোদের মা
Поcмотреть все песни артиста